হিজরত 36:33-38 BACIB

33 আর মধ্যবর্তী অর্গলটিকে তক্তাগুলোর মধ্যস্থান দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তার করলেন।

34 পরে তিনি তক্তাগুলো সোনা দিয়ে মুড়লেন এবং অর্গলের ঘর হবার জন্য সোনার কড়া গড়ে অর্গলও সোনা দিয়ে মুড়ে দিলেন।

35 আর তিনি নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে পর্দা প্রস্তুত করলেন, তাতে কারুবীর আকৃতি করলেন, তা শিল্পীদের কর্ম।

36 আর তার জন্য শিটীম কাঠের চারটি স্তম্ভ তৈরি করে সোনা দিয়ে মুড়লেন এবং তাদের আঁকড়াও সোনা দিয়ে তৈরি করলেন এবং তার জন্য রূপার চারটি চুঙ্গি ঢাললেন।

37 পরে তিনি তাঁবুর দরজার জন্য নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে সূচি-কর্মবিশিষ্ট একটি পর্দা তৈরি করলেন।

38 আর তার পাঁচটি স্তম্ভ ও সেগুলোর আঁকড়া তৈরি করলেন এবং সেগুলোর মাথলা ও শলাকা সোনা দিয়ে মুড়লেন কিন্তু সেগুলোর পাঁচটি চুঙ্গি ব্রোঞ্জ দিয়ে তৈরি করলেন।