হিজরত 38:2-8 BACIB

2 আর তার চার কোণের উপরে শিং তৈরি করলেন; সেসব শিং তার সঙ্গে অখণ্ড ছিল; তিনি তা ব্রোঞ্জ দিয়ে মুড়লেন।

3 পরে তিনি কোরবানগাহ্‌র সমস্ত পাত্র, অর্থাৎ হাঁড়ি, হাতা, বাটি, ত্রিশূল ও অংগারধানী, এসব পাত্র ব্রোঞ্জ দিয়ে তৈরি করলেন;

4 আর কোরবানগাহ্‌র জন্য বেড়ের নিচে তলা থেকে মধ্য পর্যন্ত জালির মত কাজ করা ব্রোঞ্জের ঝাঁঝরি প্রস্তুত করলেন।

5 তিনি বহন-দণ্ডের ঘর করে দিতে সেই ব্রোঞ্জের ঝাঁঝরির চার কোণে চারটি কড়া ঢাললেন।

6 পরে তিনি শিটীম কাঠ দিয়ে বহন-দণ্ড তৈরি করে ব্রোঞ্জ দিয়ে মুড়লেন।

7 আর কোরবানগাহ্‌ বহন করার জন্য তার পাশের কড়াতে ঐ বহন-দণ্ড পরালেন; তিনি ফাঁপা রেখে তা দিয়ে কোরবানগাহ্‌ তৈরি করলেন।

8 যারা জমায়েত-তাঁবুর দরজার কাছে সেবা করার জন্য আসত, সেসব স্ত্রীলোকের ব্রোঞ্জের তৈরি আয়না দিয়ে তিনি ধোবার পাত্র ও তার গামলা তৈরি করলেন।