হিজরত 39:12-18 BACIB

12 তৃতীয় পঙ্‌ক্তিতে পেরোজ, যিস্ম ও কটাহেলা,

13 এবং চতুর্থ পঙ্‌ক্তিতে বৈদূর্য, গোমেদ ও সূর্যকান্ত ছিল; সোনার জালির মধ্যে এসব মণি খচিত হল।

14 এসব মণি ইসরাইলের পুত্রদের নাম অনুসারে হল, তাঁদের নাম অনুসারে বারোটি হল; সীলমোহর খোদাই করার মত করে খোদিত প্রত্যেক মণিতে বারো বংশের জন্য একেক পুত্রের নাম হল।

15 পরে তাঁরা বুকপাটায় খাঁটি সোনা দিয়ে মালার মত পাকানো দু’টি শিকল তৈরি করলেন।

16 আর সোনার দু’টি জালি ও সোনার দু’টি কড়া তৈরি করে বুকপাটার দুই প্রান্তে সেই দু’টি কড়া আট্‌কে দিলেন।

17 আর বুকপাটার প্রান্তস্থিত দু’টি কড়ার মধ্যে পাকানো সোনার সেই দু’টি শিকল রাখলেন।

18 এবং পাকানো শিকলের দুই প্রান্ত দুই জালিতে আট্‌কে দিয়ে এফোদের সম্মুখে দু’টি স্কন্ধপটির উপরে রাখলেন।