1 পরে মাবুদ মূসাকে বললেন,
2 তুমি প্রথম মাসের প্রথম দিনে জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবু স্থাপন করবে।
3 আর তার মধ্যে শরীয়ত-সিন্দুক রেখে পর্দা টাঙ্গিয়ে সেই সিন্দুক আড়াল করবে।
4 পরে টেবিল ভিতরে এনে তার উপরে সাজাবার জিনিস সাজিয়ে রাখবে এবং প্রদীপ-আসন ভিতরে এনে তার সমস্ত প্রদীপ জ্বালিয়ে দেবে।
5 আর সোনার ধূপগাহ্ সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে রাখবে এবং শরীয়ত-তাঁবুর দরজার পর্দা টাঙ্গাবে।
6 আর জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবুর দরজার সম্মুখে পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্ রাখবে।