হিজরত 40:12-18 BACIB

12 পরে তুমি হারুন ও তার পুত্রদেরকে জমায়েত-তাঁবুর দরজার কাছে এনে গোসল করাবে।

13 আর হারুনকে সমস্ত পবিত্র পোশাক পরাবে এবং অভিষেক করে পবিত্র করবে, তাতে তারা আমার ইমামের কাজ করবে।

14 আর তার পুত্রদেরকে এনে ইমামের পোশাক পরাবে।

15 আর তাদের পিতাকে যেমন অভিষেক করেছ, তেমনি তাদেরকেও অভিষেক করবে, তাতে তারা আমার ইমামের কাজ করবে; তাদের সেই অভিষেক পুরুষানুক্রমে চিরস্থায়ী ইমামতির জন্য হবে।

16 মূসা এরকম করলেন; তিনি মাবুদের সমস্ত হুকুম অনুসারে কাজ করলেন।

17 পরে দ্বিতীয় বছরের প্রথম মাসের প্রথম দিনে শরীয়ত-তাঁবু স্থাপিত হল।

18 মূসা শরীয়ত-তাঁবু স্থাপন করলেন, তার চুঙ্গি দিলেন, তক্তা বসালেন, অর্গল ভিতরে দিলেন ও তার সমস্ত স্তম্ভ তুললেন।