হিজরত 40:7-13 BACIB

7 আর জমায়েত-তাঁবু ও কোরবানগাহ্‌র মধ্যে ধোবার পাত্র রেখে তার মধ্যে পানি দেবে।

8 আর চারদিকে প্রাঙ্গণ প্রস্তুত করবে ও প্রাঙ্গণের দ্বারে পর্দা টাঙ্গাবে।

9 পরে অভিষেকের তেল নিয়ে শরীয়ত-তাঁবু ও তার মধ্যবর্তী সমস্ত বস্তু অভিষেক করে তা ও তার সঙ্গেকার সমস্ত জিনিস পবিত্র করবে; তাতে তা পবিত্র হবে।

10 আর তুমি পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র অভিষেক করে, কোরবানগাহ্‌ পবিত্র করবে; তাতে সেই কোরবানগাহ্‌ অতি পবিত্র হবে।

11 আর তুমি ধোবার পাত্র ও তার গামলা অভিষেক করে পবিত্র করবে।

12 পরে তুমি হারুন ও তার পুত্রদেরকে জমায়েত-তাঁবুর দরজার কাছে এনে গোসল করাবে।

13 আর হারুনকে সমস্ত পবিত্র পোশাক পরাবে এবং অভিষেক করে পবিত্র করবে, তাতে তারা আমার ইমামের কাজ করবে।