1 তখন মাবুদ মূসাকে বললেন, আমি ফেরাউনের প্রতি যা করবো তা তুমি এখন দেখবে; কেননা শক্তিশালী হাত দেখানো হলে সে লোকদেরকে ছেড়ে দেবে এবং শক্তিশালী হাত দেখানো হলে নিজের দেশ থেকে তাদেরকে দূর করে দেবে।
2 আল্লাহ্ মূসার সঙ্গে আলাপ করে আরও বললেন, আমি মাবুদ;
3 আমি ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবকে ‘সর্বশক্তিমান আল্লাহ্’ বলে দর্শন দিতাম কিন্তু আমার ইয়াহ্ওয়েহ্ (মাবুদ) নাম নিয়ে তাদেরকে আমার পরিচয় দিতাম না।
4 আর আমি তাদের সঙ্গে এই নিয়ম স্থির করেছি, আমি তাদেরকে কেনান দেশ দেব, যে দেশে তারা প্রবাস করতো, তাদের সেই দেশ দেব।