10 তখন দাউদ আল্লাহ্র কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি ফিলিস্তিনীদের বিরুদ্ধে যাত্রা করবো? তুমি কি আমার হাতে তাদেরকে তুলে দেবে? মাবুদ তাঁকে বললেন, যাও, আমি তাদেরকে তোমার হাতে তুলে দেব।
11 পরে তারা বাল্-পরাসীমে এল; আর দাউদ সেই স্থানে তাদেরকে আঘাত করলেন এবং দাউদ বললেন, আল্লাহ্ আমার হাত দিয়ে আমার দুশমনদেরকে বাঁধ ভাঙ্গা বন্যার মত ভেঙ্গে ফেললেন। এজন্য সেই স্থানের নাম বাল্-পরাসীম (ভঙ্গস্থান) রাখা হল।
12 সেই স্থানে তারা তাদের দেবমূর্তিগুলোকে ফেলে গিয়েছিল; তাতে দাউদের হুকুম অনুসারে সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হল।
13 পরে ফিলিস্তিনীরা পুনর্বার এসে সেই উপত্যকায় ব্যাপ্ত হল।
14 তখন দাউদ পুনর্বার আল্লাহ্র কাছে জিজ্ঞাসা করলেন; তাতে আল্লাহ্ তাঁকে বললেন, তুমি ওদের পিছনে যেও না, ওদের থেকে ফিরে এসে বাঁকা গাছগুলোর সম্মুখে ওদেরকে আক্রমণ কর।
15 সেসব বাঁকা গাছের শিখরে সৈন্যগমনের মত আওয়াজ শুনলে তুমি যুদ্ধে অগ্রসর হবে, কেননা আল্লাহ্ ফিলিস্তিনীদের সৈন্যদলকে আঘাত করার জন্য তোমার সম্মুখে অগ্রসর হয়েছেন।
16 দাউদ আল্লাহ্র হুকুম অনুসারে কাজ করলেন; তখন তাঁর লোকেরা গিবিয়োন থেকে গেষর পর্যন্ত ফিলিস্তিনীদের সৈন্যদলকে আঘাত করলো।