১ খান্দাননামা 18:3-9 BACIB

3 আর যে সময়ে সোবার বাদশাহ্‌ হদদেষর ফোরাত নদীর কাছে তাঁর কর্তৃত্ব স্থাপন করতে যান, সেই সময়ে দাউদ হমাতে তাঁকে আঘাত করেন।

4 দাউদ তাঁর কাছ থেকে এক হাজার রথ, সাত হাজার ঘোড়সওয়ার ও বিশ হাজার পদাতিক সৈন্য অধিকার করলেন; আর দাউদ তাঁর রথের ঘোড়াগুলোর পায়ের শিরা কেটে দিলেন, কিন্তু তার মধ্যে এক শত রথের ঘোড়া রাখলেন।

5 আর দামেস্কের অরামীয়েরা সোবার হদদেষরের বাদশাহ্‌র সাহায্য করতে আসলে দাউদ সেই অরামীয়দের মধ্যে বাইশ হাজার লোককে আঘাত করলেন।

6 আর দাউদ দামেস্কের অরাম দেশে সৈন্যদল স্থাপন করলেন; তাতে অরাম দাউদের গোলাম হয়ে উপঢৌকন আনলো; এভাবে দাউদ যেসব স্থানে যেতেন, সেই স্থানে মাবুদ তাঁকে বিজয়ী করতেন।

7 আর দাউদ হদদেষরের গোলামদের সোনার ঢালগুলো খুলে জেরুশালেমে আনলেন।

8 আর দাউদ হদরেষরের টিভৎ ও কূন নগর থেকে বিস্তর ব্রোঞ্জ আনলেন, সোলায়মান তা দ্বারা ব্রোঞ্জের সমুদ্র, দুই স্তম্ভ ও ব্রোঞ্জের সমস্ত পাত্র তৈরি করলেন।

9 তখন দাউদ সোবার বাদশাহ্‌ হদরেষরের সমগ্র সৈন্যদলকে আক্রমণ করেছেন শুনে হমাতের বাদশাহ্‌ তয়ূ বাদশাহ্‌ দাউদের কুশল জিজ্ঞাসা করার জন্য,