2 তখন দাউদ বললেন, আমি নাহশের পুত্র হানূনের প্রতি সদয় ব্যবহার করবো, কেননা তাঁর পিতা আমার প্রতি সদয় ব্যবহার করেছিলেন। পরে দাউদ তাঁকে পিতৃশোকে সান্ত্বনা দেবার জন্য দূতদের প্রেরণ করলেন। আর দাউদের গোলামেরা হানূনকে সান্ত্বনা দেবার জন্য অম্মোনীয়দের দেশে তাঁর কাছে উপস্থিত হল।