15 ষষ্ঠ ওৎসম, সপ্তম দাউদ।
16 আর তাঁদের বোন সরূয়া ও অবীগল। সরূয়ার তিন জন পুত্র হল অবীশয়, যোয়াব ও অসাহেল।
17 আর অবীগলের পুত্র অমাসা; সেই অমাসার পিতা ইসমাইলীয় যেথর।
18 আর হিষ্রোণের পুত্র কালুত তার স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটি সন্তানের জন্ম দিল। অসূবার পুত্ররা হল যেশর, শোবব ও অর্দোন।
19 পরে অসূবার মৃত্যু হলে কালুত ইফ্রাথাকে বিয়ে করলো। সে তার ঔরসে হূরকে প্রসব করলো।
20 হূরের পুত্র ঊরি, ঊরির পুত্র বৎসলেল।
21 পরে হিষ্রোণ গিলিয়দের পিতা মাখীরের কন্যার কাছে গমন করলো, ষাট বছর বয়সে সে তাকে বিয়ে করলো, তাতে সে স্ত্রী তার ঔরসে সগূবকে প্রসব করলো।