১ খান্দাননামা 2:18-24 BACIB

18 আর হিষ্রোণের পুত্র কালুত তার স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটি সন্তানের জন্ম দিল। অসূবার পুত্ররা হল যেশর, শোবব ও অর্দোন।

19 পরে অসূবার মৃত্যু হলে কালুত ইফ্রাথাকে বিয়ে করলো। সে তার ঔরসে হূরকে প্রসব করলো।

20 হূরের পুত্র ঊরি, ঊরির পুত্র বৎসলেল।

21 পরে হিষ্রোণ গিলিয়দের পিতা মাখীরের কন্যার কাছে গমন করলো, ষাট বছর বয়সে সে তাকে বিয়ে করলো, তাতে সে স্ত্রী তার ঔরসে সগূবকে প্রসব করলো।

22 সগূবের পুত্র যায়ীর, গিলিয়দ দেশে তাঁর তেইশটি নগর ছিল।

23 আর গশূর ও অরাম তাদের থেকে যায়ীরের সমস্ত গ্রাম অধিকার করলো এবং সেই সঙ্গে কনাৎ ও তার সমস্ত উপনগর অর্থাৎ ষাট নগর নিল। এরা সকলে গিলিয়দের পিতা মাখীরের সন্তান।

24 হিষ্রোণ কালুত-ইফ্রাথায় মারা যাওয়ার পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁর জন্য তকোয়ের পিতা অস্‌হূরকে প্রসব করলো।