37 সাবদের পুত্র ইফ্লল, ইফ্লনের পুত্র ওবেদ;
38 ওবেদের পুত্র যেহূ, যেহূর পুত্র অসরিয়;
39 অসরিয়ের পুত্র হেলস। হেলসের পুত্র ইলীয়াসা;
40 ইলীয়াসার পুত্র সিস্ময়,
41 সিস্ময়ের পুত্র শল্লুম; শল্লুমের পুত্র যিকমিয় ও যিকমিয়ের পুত্র ইলীশামা।
42 যিরহমেলের ভাই কালুতের সন্তান; তার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হেবরনের পিতা মারেশার সন্তানেরা।
43 আর হেবরনের পুত্র কারুন, তপূহ, রেকম ও শেমা।