42 যিরহমেলের ভাই কালুতের সন্তান; তার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হেবরনের পিতা মারেশার সন্তানেরা।
43 আর হেবরনের পুত্র কারুন, তপূহ, রেকম ও শেমা।
44 শেমার পুত্র যর্কিয়মের পিতা রহম।
45 রেকমের পুত্র শম্ময়। আর শম্ময়ের পুত্র মায়োন এবং মায়োন বৈৎ-সুরের পিতা।
46 আর কালুতের উপপত্নী ঐফা হারণ, মোৎসা ও গাসেসকে প্রসব করলো এবং হারণের পুত্র গাসেস।
47 আর যেহদয়ের পুত্র রেগম, যোথম, গেসন, পেলট, ঐফা ও শাফ।
48 কালুতের উপপত্নী মাখা শেবরকে ও তির্হনঃকে প্রসব করলো।