6 এরা সকলে আল্লাহ্র সেবাকর্মের জন্য করতাল, নেবল ও বীণা দ্বারা মাবুদের গৃহের গান করার জন্য তাদের পিতার সহযোগী ছিলেন; আসফ, যিদূথূন ও হেমন বাদশাহ্র অধীন ছিলেন।
7 মাবুদের উদ্দেশে গীতগানে শিক্ষিত তারা ও তাদের ভাইয়েরা সংখ্যায় সবসুদ্ধ দুই শত অষ্টাশি জন কাওয়ালী পারদর্শী লোক ছিল।
8 পরে তারা ছোট বড় এবং শিক্ষক-ছাত্র সকলে গুলিবাঁট দ্বারা যার যার কর্তব্য স্থির করলো।
9 আর আসফের জন্য ইউসুফের পক্ষে প্রথম দল উঠলো। দ্বিতীয় গদলিয়ের পক্ষে; সে, তার ভাইয়েরা ও পুত্ররা বারো জন।
10 তৃতীয় সক্কুরের পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।
11 চতুর্থ যিষ্রির পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।
12 পঞ্চম নথনিয়ের পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।