2 মশেলিমিয়ের সন্তান; জাকারিয়া জ্যেষ্ঠ পুত্র, দ্বিতীয় যিদিয়েল, তৃতীয় সবদীয়, চতুর্থ যৎনীয়েল,
3 পঞ্চম ইলাম, ষষ্ঠ যিহোহানন, সপ্তম ইলিহৈনয়।
4 আর ওবেদ-ইদোমের পুত্র ছিল; শমরিয় জেষ্ঠ পুত্র, দ্বিতীয় যিহোষাবদ, তৃতীয় যোয়াহ, চতুর্থ সাখর পঞ্চম নথনেল,
5 ষষ্ঠ অম্মীয়েল, সপ্তম ইষাখর, অষ্টম পিয়ূল্লতয়; কেননা আল্লাহ্ তাকে দোয়া করেছিলেন।
6 তার পুত্র শময়িয়েরও কতগুলো পুত্র জন্মগ্রহণ করলো, তারা তাদের পিতৃকুলে কর্তৃত্ব করলো, কারণ তারা বলবান বীর ছিল।
7 শময়িয়ের পুত্র অৎনি, রফায়েল, ওবেদ, ইল্সাবদ এবং ইলীহূ ও সমথিয় নামে তারা ভাইয়েরা বীরপুরুষ ছিল।
8 এরা সকলে ওবেদ-ইদোমের সন্তান, এরা, এদের পুত্ররা ও ভাইয়েরা সেবাকর্মের জন্য বীরপুরুষ ছিল। এই ওবেদ-ইদোমের বংশজাত বাষট্টি জন ছিল।