১ খান্দাননামা 26:27-32 BACIB

27 মাবুদের গৃহ মেরামত করবার জন্য ওঁরা যুদ্ধে পাওয়া অনেক বস্তু পবিত্র করেছিলেন।

28 আর শামুয়েল দর্শক, কীশের পুত্র তালুত, নেরের পুত্র অব্‌নের ও সরূয়ার পুত্র যোয়াব যেসব বস্তু পবিত্র করেছিলেন, যিনি যা পবিত্র করেছিলেন, সেসব বস্তু শলোমোতের ও তাঁর ভাইদের হাতে রইলো।

29 যিষ্‌হরীয়দের মধ্যে কননিয় ও তাঁর পুত্ররা শাসক ও বিচারকের কাজের জন্য ইসরাইলের উপরে বাইরের কাজে নিযুক্ত হলেন।

30 হেবরনীয়দের মধ্যে হশবিয় ও তার ভাইয়েরা এক হাজার সাত শত বীরপুরুষ মাবুদের সকল কাজে ও বাদশাহ্‌র সেবাকর্মে জর্ডানের এপারে পশ্চিম দিকে ইসরাইলে নিযুক্ত হল।

31 হেবরনীয়দের পিতৃকুলানুযায়ী বংশাবলিতে যিরিয় হেবরনীয়দের মধ্যে প্রধান ছিল; দাউদের রাজত্বের চল্লিশ বছরে অনুসন্ধান করা গেলে তাদের মধ্যে গিলিয়দস্থ যাসেরে অনেক বলবান বীর পাওয়া গেল।

32 আর তার ভাইয়েরা দুই হাজার সাত শত বীরপুরুষ পিতৃকুলপতি ছিল; তাদেরকে বাদশাহ্‌ দাউদ আল্লাহ্‌র ও রাজকীয় সমস্ত কাজ করতে রূবেণীয়, গাদীয় ও মানশার অর্ধবংশের উপরে নিযুক্ত করলেন।