১ খান্দাননামা 29:22-28 BACIB

22 সেদিন মহানন্দে মাবুদের সাক্ষাতে ভোজন পান করলো। আর তারা দাউদের পুত্র সোলায়মানকে দ্বিতীয় বার বাদশাহ্‌ বলে স্বীকার করলো; এবং তাঁকে নায়ক ও সাদোককে ইমাম করে মাবুদের উদ্দেশে অভিষেক করলো।

23 তাতে সোলায়মান তাঁর পিতা দাউদের পদে বাদশাহ্‌ হয়ে মাবুদের সিংহাসনে উপবেশন করলেন ও কৃতকার্য হলেন এবং সমস্ত ইসরাইল তাঁর বাধ্য হল।

24 নেতৃবর্গরা ও বীরেরা সবাই এবং দাউদ বাদশাহ্‌র সমস্ত পুত্র ও বাদশাহ্‌ সোলায়মানের অধীনতা স্বীকার করলেন।

25 আর মাবুদ সমস্ত ইসরাইলের দৃষ্টিতে সোলায়মানকে অতিশয় মহান করলেন এবং তাঁকে এমন রাজপ্রতাপ দিলেন, যা আগে ইসরাইলের কোন বাদশাহ্‌ পানি নি।

26 ইয়াসিরের পুত্র দাউদ সমস্ত ইসরাইলের উপরে রাজত্ব করেছিলেন।

27 তিনি চল্লিশ বছর কাল ইসরাইলের উপরে রাজত্ব করলেন; সাত বছর হেবরনে ও তেত্রিশ বছর জেরুশালেমে রাজত্ব করেন।

28 পরে তিনি আয়ু, ধন ও গৌরবে পরিপূর্ণ হয়ে বৃদ্ধাবস্থায় মহৎ ইন্তেকাল করলেন এবং তাঁর পুত্র সোলায়মান তাঁর পদে রাজত্ব করতে লাগলেন;