28 শামুয়েলের সন্তান, তাঁর জ্যেষ্ঠ পুত্র (যোয়েল) ও দ্বিতীয় অবিয়।
29 মরারির সন্তান মহলি, তাঁর পুত্র লিব্নি, তাঁর পুত্র শিমিয়ি, তাঁর পুত্র উষঃ,
30 তাঁর পুত্র শিমিয়, তাঁর পুত্র হগিয়, তাঁর পুত্র অসায়।
31 শরীয়ত-সিন্দুক নির্দিষ্ট স্থানে স্থাপিত হওয়ার পর দাউদ কিছু লোককে মাবুদের গৃহে গজলের কাজে নিযুক্ত করলেন।
32 তারা সোলায়মান যে পর্যন্ত জেরুশালেমে মাবুদের গৃহ নির্মাণ না করেন, সে পর্যন্ত তাঁরা জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবুর সম্মুখে গজল পরিবেশন করে পরিচর্যা করতেন ও নিজ নিজ পালা অনুসারে নিজ নিজ কাজে নিযুক্ত থাকতেন।
33 সেই নিযুক্ত লোকেরা ও তাঁদের সন্তানরা এই— কহাতীয়দের সন্তানদের মধ্যে হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র;
34 ইনি শামুয়েলের পুত্র, ইনি ইল্কানার পুত্র; ইনি যিরোহমের পুত্র, ইনি ইলীয়েলের পুত্র, ইনি তোহের পুত্র,