১ খান্দাননামা 6:45-51 BACIB

45 ইনি হশবিয়ের পুত্র, ইনি, অমৎসিয়ের পুত্র, ইনি হিল্কিয়ের পুত্র,

46 ইনি অম্‌সির পুত্র, ইনি বানির পুত্র, ইনি শেমরের পুত্র,

47 ইনি মহলির পুত্র, ইনি মূশির পুত্র, ইনি মরারির পুত্র, ইনি লেবির পুত্র।

48 তাঁদের ভাই অন্যান্য লেবীয়দেরকে আল্লাহ্‌র গৃহরূপ শরীয়ত-তাঁবুর সমস্ত সেবাকর্মের জন্য দেওয়া হয়েছিল।

49 কিন্তু হারুন ও তাঁর পুত্ররা পোড়ানো-কোরবানী কোরবানগাহ্‌র ও ধূপগাহের উপরে উপহার পোড়াতেন, আল্লাহ্‌র গোলাম মূসার সমস্ত হুকুম অনুসারে মহা পবিত্র স্থানের সমস্ত কাজ এবং ইসরাইলের জন্য কাফ্‌ফারা করতেন।

50 হারুনের সন্তানেরা হলেন: তাঁর পুত্র ইলিয়াসর, তাঁর পুত্র পীনহস, তাঁর পুত্র অবীশয়,

51 তাঁর পুত্র বুক্কি, তাঁর পুত্র উষি, তাঁর পুত্র সরাহিয়,