১ খান্দাননামা 7:3-9 BACIB

3 উষির সন্তান যিষ্রাহিয়; আর যিষ্রাহিয়ের সন্তান মিকাইল; ওবদিয়, যোয়েল ও যিশিয়— এই পাঁচ জন। এঁরা সকলে প্রধান লোক ছিলেন।

4 এঁদের সমকালে স্ব স্ব পিতৃকুল অনুসারে এঁদের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত কতগুলো সৈন্যদল ছিল, তাদের জনসংখ্যা ছত্রিশ হাজার; কারণ তাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল।

5 আর ইষাখরের সমস্ত গোষ্ঠীর মধ্যে তাদের ভাইয়েরা বলবান বীর ছিল, সবসুদ্ধ বংশ-তালিকা অনুসারে গণনা-করা তাদের লোক সাতাশি হাজার ছিল।

6 বিন্‌ইয়ামীনের (সন্তান) বেলা, বেখর ও যিদীয়েল— এই তিন জন।

7 বেলার সন্তান ইষ্‌বোণ, উষি, উষীয়েল, যিরেমোৎ ও ঈরী— এই পাঁচ জন। এরা পিতৃকুলের প্রধান ও বলবান বীর ছিল এবং বংশ-তালিকা অনুসারে তাদের সংখ্যা বাইশ হাজার চৌত্রিশ জন।

8 আর বেখরের সন্তান সমীরাঃ, যোয়াশ, ইলীয়েষর, ইলিয়োঐনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ ও আলেমৎ; এরা সকলেই বেখরের সন্তান।

9 বংশ-তালিকা অনুসারে তাদের পিতৃকুলপতিরা বিশ হাজার দুই শত বলবান বীর ছিল।