১ খান্দাননামা 7:6-12 BACIB

6 বিন্‌ইয়ামীনের (সন্তান) বেলা, বেখর ও যিদীয়েল— এই তিন জন।

7 বেলার সন্তান ইষ্‌বোণ, উষি, উষীয়েল, যিরেমোৎ ও ঈরী— এই পাঁচ জন। এরা পিতৃকুলের প্রধান ও বলবান বীর ছিল এবং বংশ-তালিকা অনুসারে তাদের সংখ্যা বাইশ হাজার চৌত্রিশ জন।

8 আর বেখরের সন্তান সমীরাঃ, যোয়াশ, ইলীয়েষর, ইলিয়োঐনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ ও আলেমৎ; এরা সকলেই বেখরের সন্তান।

9 বংশ-তালিকা অনুসারে তাদের পিতৃকুলপতিরা বিশ হাজার দুই শত বলবান বীর ছিল।

10 আর যিদীয়েলের সন্তান বিল্‌হন; বিল্‌হনের সন্তান যিয়ূশ, বিন্‌ইয়ামীন, এহূদ, কেনানা, সেথন, তর্শীশ ও অহীশহর।

11 এরা সকলেই যিদীয়েলের সন্তান, স্ব স্ব পিতৃকুলের প্রধান অনুসারে বলবান বীর ছিল, সৈন্য দলে যুদ্ধে গমনযোগ্য সতেরো হাজার দুই শত লোক।

12 আর ঈরের সন্তান শুপ্পীম ও হুপ্পীম, অহেরের সন্তান হূশীম।