১ খান্দাননামা 9:1-6 BACIB

1 এভাবে সমস্ত ইসরাইলের খান্দাননামা লেখা হল, আর দেখ, তা ইসরাইলের বাদশাহ্‌দের পুস্তকে লেখা রয়েছে। পরে এহুদার লোকেরা তাদের সত্য লঙ্ঘনের দরুন বন্দী হয়ে ব্যাবিলনে নীত হল।

2 যার যার নগরে যারা প্রথমে নিজ নিজ অধিকারে বসতি করলো, তারা এই— ইসরাইল, ইমামেরা, লেবীয়রা ও নথীনীয়েরা।

3 আর এহুদা-বংশের, বিন্‌ইয়ামীন-বংশের এবং আফরাহীম ও মানাশা-বংশের লোকদের মধ্যে এই লোকেরা জেরুশালেমে বাস করতে লাগল।

4 উথয়, তিনি অম্মীহূদের পুত্র, ইনি অম্রির পুত্র, ইনি ইম্রির পুত্র, ইনি বানির পুত্র, ইনি এহুদার পুত্র পেরসের সন্তানদের মধ্যে এক জন।

5 শীলোনীয়দের মধ্যে জ্যেষ্ঠ অসায় ও তার সন্তানেরা।

6 সেরহের সন্তানদের মধ্যে যুয়েল ও তাদের ভাইয়েরা, এরা ছয় শত নব্বই জন।