22 সবসুদ্ধ দ্বারপালের কাজের জন্য মনোনীত এই লোকেরা দুই শত বারো জন, তাদের গ্রামগুলোতে তাদের খান্দাননামা লেখা হয়েছিল। দাউদ ও শামুয়েল দর্শক তাদেরকে তাদের নিরূপিত কাজে নিযুক্ত করেছিলেন।
23 অতএব তারা ও তাদের সন্তানেরা মাবুদের গৃহের অর্থাৎ তাঁবুগৃহের দ্বারপালের কাজে প্রহরে প্রহরে নিযুক্ত হত।
24 এই দ্বারপালেরা পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ চারদিকে থাকতো।
25 আর তাদের গামস্থ ভাইদেরকে সময়ে সময়ে সপ্তাহের জন্য এসে তাদের সঙ্গে থাকতে হত।
26 কেননা ঐ চার জন প্রধান দ্বারপাল লেবীয়, তারা নিরূপিত কাজে নিযুক্ত; এবং আল্লাহ্র গৃহের কুঠরী ও ভাণ্ডারগুলোর নেতা ছিল।
27 আর তারা আল্লাহ্র গৃহের চতুর্দিকে রাত যাপন করতো; কেননা তাদের প্রতি রক্ষার ভার ছিল; এবং তাদেরকেই প্রতিদিন প্রাতে দরজা খুলতে হত।
28 আর তাদের কতগুলো লোক সেবাকর্মের সমস্ত পাত্র রক্ষার কাজে নিযুক্ত ছিল, আর সেসব সংখ্যা অনুসারে ভিতরে নিয়ে যাওয়া ও সংখ্যা অনুসারে বাইরে আনা হত।