4 উথয়, তিনি অম্মীহূদের পুত্র, ইনি অম্রির পুত্র, ইনি ইম্রির পুত্র, ইনি বানির পুত্র, ইনি এহুদার পুত্র পেরসের সন্তানদের মধ্যে এক জন।
5 শীলোনীয়দের মধ্যে জ্যেষ্ঠ অসায় ও তার সন্তানেরা।
6 সেরহের সন্তানদের মধ্যে যুয়েল ও তাদের ভাইয়েরা, এরা ছয় শত নব্বই জন।
7 বিন্ইয়ামীন-বংশের লোকদের মধ্যে মশুল্লমের পুত্র সল্লু, মশুল্লম হোদবিয়ের পুত্র, ইনি হস্নূয়ের পুত্র।
8 আর যিরোহমের পুত্র যিব্নিয় ও মিখ্রির পৌত্র উষির পুত্র এলা এবং যিব্নিয়ের প্রপৌত্র উষির পুত্র এলা এবং যিব্নিয়ের প্রপৌত্র রূয়েলের পৌত্র শফটিয়ের পুত্র মশুল্লম;
9 ওরা ও এদের ভাইয়েরা নিজ নিজ বংশ অনুসারে নয় শত ছাপ্পান্ন জন। এরা সকলে নিজ নিজ পিতৃকুলের মধ্যে কুলপতি ছিল।
10 ইমামদের মধ্যে ষিদয়িয়, ষিহোয়ারীব ও যাখীন;