41 মিকাহ্র সন্তান পিথোন, মেলক, তহরেয় (ও আহস)।
42 আহসের পুত্র যারঃ, যারের পুত্র আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি এবং সিম্রির পুত্র মোৎসা,
43 মোৎসার পুত্র বিনিয়া, তার পুত্র রফায়, তার পুত্র ইলীয়াসা, তার পুত্র আৎসেল।
44 আৎসেলের ছয় পুত্র, তাদের নাম এই— অস্রীকাম, বোখরূ, ইসমাইল, শিয়রিয়, ওবদিয় ও হানান; এরা আৎসেলের সন্তান।