লূক 1:52-58 BACIB

52 তিনি বিক্রমীদেরকে সিংহাসন থেকেনামিয়ে দিয়েছেন ও নিচদেরকেউন্নত করেছেন।

53 তিনি ক্ষুধার্তদেরকে উত্তম উত্তমদ্রব্যে পরিপূর্ণ করেছেন,এবং ধনবানদেরকে শূন্য হাতেবিদায় করেছেন।

54 তিনি তাঁর গোলাম ইসরাইলেরউপকার করেছেন,যেন আমাদের পূর্বপুরুষদের কাছেবলা তাঁর করুণা অনুসারে,

55 ইব্রাহিম ও তার বংশের প্রতি চিরতরেকরুণা স্মরণ করেন।

56 আর মরিয়ম মাস তিনেক এলিজাবেতের কাছে রইলেন, পরে নিজের বাড়িতে ফিরে গেলেন।

57 পরে এলিজাবেতের প্রসবকাল সমপূর্ণ হলে তিনি পুত্র প্রসব করলেন।

58 তখন তাঁর প্রতিবেশী ও আত্মীয়রা শুনতে পেল যে, প্রভু তাঁর প্রতি মহা করুণা করেছেন, আর তারা তাঁর সঙ্গে আনন্দ করতে লাগল।