লূক 1:66-72 BACIB

66 আর যত লোক এই কথা শুনলো, সকলে তা মনে গেঁথে রেখে বলতে লাগল, এই বালকটি তবে কি হবে? কারণ প্রভুর হাত তাঁর সহবর্তী ছিল।

67 তখন তার পিতা জাকারিয়া পাক-রূহে পরিপূর্ণ হলেন এবং ভবিষ্যদ্বাণী বললেন; তিনি বললেন,

68 ইসরাইলের আল্লাহ্‌ প্রভু ধন্য হোন;কেননা তিনি তত্ত্বাবধান করেছেন,তাঁর লোকদের জন্য মুক্তি সাধনকরেছেন,

69 আর আমাদের জন্য তাঁর গোলামদাউদের কুলে নাজাতের এক শৃঙ্গউঠিয়েছেন,

70 —যেমন তিনি পুরাকাল থেকে তাঁরসেই পবিত্র নবীদের মুখ দ্বারা বলেএসেছেন—

71 আমাদের দুশমনদের হাত থেকে ওযারা আমাদেরকে ঘৃণা করে,তাদের সকলের হাত থেকে রক্ষাকরেছেন।

72 আমাদের পূর্বপুরুষদের প্রতি করুণাকরার জন্য,তাঁর পবিত্র নিয়ম স্মরণ করার জন্য।