লূক 1:71-77 BACIB

71 আমাদের দুশমনদের হাত থেকে ওযারা আমাদেরকে ঘৃণা করে,তাদের সকলের হাত থেকে রক্ষাকরেছেন।

72 আমাদের পূর্বপুরুষদের প্রতি করুণাকরার জন্য,তাঁর পবিত্র নিয়ম স্মরণ করার জন্য।

73 এই সেই কসম, যা তিনি আমাদেরপূর্বপুরুষ ইব্রাহিমের কাছে শপথকরেছিলেন,

74 আমাদেরকে এই বর দেবার জন্যযে আমরা দুশমনদের হাতথেকে নিস্তার পেয়ে,নির্ভয়ে পবিত্রভাবে ও ধার্মিকতায়তাঁর এবাদত করতে পারবো।

75 তাঁর সাক্ষাতে সারা জীবন করতেপারবো।

76 আর, হে বালক, তুমি সর্বশক্তিমানেরনবী বলে আখ্যাত হবে,কারণ তুমি প্রভুর সম্মুখে চলবে,তাঁর পথ প্রস্তুত করার জন্য;

77 তাঁর লোকেরা গুনাহ্‌ মাফের মধ্যদিয়ে যে নাজাত লাভ করবে সেইবিষয়ে জ্ঞান দেবার জন্য।