34 আমি তোমাদেরকে বলছি, সেই রাতে দু’জন এক বিছানায় থাকবে, তাদের এক জনকে নেওয়া যাবে এবং অন্য জনকে ছেড়ে যাওয়া হবে।
35 দু’জন স্ত্রীলোক একত্রে যাঁতা পিষবে; তাদের এক জনকে নেওয়া যাবে এবং অন্য জনকে ছেড়ে যাওয়া হবে।
36 তখন তাঁরা জবাবে তাঁকে বললেন, হে প্রভু, কোথায়?
37 তিনি তাঁদেরকে বললেন, যেখানে লাশ, সেখানেই শকুন জুটবে।