লূক 3:1-7 BACIB

1 টিবেরিয়াস সম্রাটের রাজত্বের পঞ্চদশ বছরে যখন পন্তীয় পীলাত এহুদিয়ার শাসনকর্তা, হেরোদ গালীলের বাদশাহ্‌, তাঁর ভাই ফিলিপ যিতূরিয়া ও ত্রাখোনীতিয়া প্রদেশের বাদশাহ্‌ এবং লুষাণিয় অবিলীনীর বাদশাহ্‌,

2 তখন হানন ও কায়াফা মহা-ইমাম ছিলেন। ঠিক এই সময়ে আল্লাহ্‌র কালাম মরুভূমিতে জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার কাছে নাজেল হল।

3 তাতে তিনি জর্ডানের নিকটবর্তী সমস্ত দেশে এসে গুনাহ্‌ মাফের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম তবলিগ করতে লাগলেন;

4 যেমন ইশাইয়া নবীর কিতাবে লেখা আছে,“মরুভূমিতে এক জনের কণ্ঠস্বর,সে ঘোষণা করছে,তোমরা প্রভুর পথ প্রস্তুত কর,তাঁর রাজপথগুলো সরল কর।

5 প্রত্যেক উপত্যকা পরিপূর্ণ হবে,প্রত্যেক পর্বত ও উপপর্বত নিচু করাহবে,যা যা বাঁকা, সেসব সরল করা হবে,যা যা অসমান, সেসব সমান করা হবে,

6 এবং সমস্ত দুনিয়া আল্লাহ্‌র নাজাতদেখতে পাবে।”

7 অতএব যেসব লোক তাঁর দ্বারা বাপ্তিস্ম নিতে বের হয়ে আসল, তিনি তাদেরকে বললেন, হে সাপের বংশধরেরা, আগামী গজব থেকে পালিয়ে যেতে তোমাদেরকে কে চেতনা দিল?