লূক 3:4-10 BACIB

4 যেমন ইশাইয়া নবীর কিতাবে লেখা আছে,“মরুভূমিতে এক জনের কণ্ঠস্বর,সে ঘোষণা করছে,তোমরা প্রভুর পথ প্রস্তুত কর,তাঁর রাজপথগুলো সরল কর।

5 প্রত্যেক উপত্যকা পরিপূর্ণ হবে,প্রত্যেক পর্বত ও উপপর্বত নিচু করাহবে,যা যা বাঁকা, সেসব সরল করা হবে,যা যা অসমান, সেসব সমান করা হবে,

6 এবং সমস্ত দুনিয়া আল্লাহ্‌র নাজাতদেখতে পাবে।”

7 অতএব যেসব লোক তাঁর দ্বারা বাপ্তিস্ম নিতে বের হয়ে আসল, তিনি তাদেরকে বললেন, হে সাপের বংশধরেরা, আগামী গজব থেকে পালিয়ে যেতে তোমাদেরকে কে চেতনা দিল?

8 অতএব মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও। মনে মনে বলতে আরম্ভ করো না যে, ইব্রাহিম আমাদের পিতা; কেননা আমি তোমাদেরকে বলছি, আল্লাহ্‌ এসব পাথর থেকে ইব্রাহিমের জন্য সন্তান উৎপন্ন করতে পারেন।

9 আর এখনই গাছগুলোর গোড়ায় কুড়াল লাগানো আছে; অতএব যে কোন গাছে উত্তম ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়।

10 তখন লোকেরা তাঁকে জিজ্ঞাসা করলো, তবে আমাদের কি করতে হবে?