যিহিষ্কেল 10:2 SBCL

2 সদাপ্রভু মসীনার কাপড় পরা লোকটিকে বললেন, “করূবদের নীচে যে চাকাগুলো আছে তুমি সেগুলোর মধ্যে যাও। সেই করূবদের মাঝখান থেকে তুমি দু’হাত ভরে জ্বলন্ত কয়লা নিয়ে শহরের উপর ছড়িয়ে দাও।” আমার চোখের সামনেই লোকটি সেখানে ঢুকলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিহিষ্কেল 10

প্রেক্ষাপটে যিহিষ্কেল 10:2 দেখুন