18 দেখ, আমার দাস যাঁকে আমি বেছে নিয়েছি।ইনিই আমার প্রিয়জন যাঁর উপর আমি সন্তুষ্ট।আমি তাঁর উপরে আমার আত্মা দেব,আর তিনি অযিহূদীদের কাছে ন্যায়বিচার প্রচার করবেন।
19 তিনি ঝগড়া বা চিৎকার করবেন না;তিনি রাস্তায় রাস্তায় তাঁর গলার স্বর শোনাবেন না।
20 ন্যায়বিচারকে জয়ী না করা পর্যন্ততিনি থেঁৎলে যাওয়া নল ভাংবেন নাআর মিট মিট করে জ্বলতে থাকা সল্তে নিভাবেন না।
21 তাঁরই উপর অযিহূদীরা আশা রাখবে।
22 পরে লোকেরা মন্দ আত্মায় পাওয়া একজন লোককে যীশুর কাছে আনল। লোকটি অন্ধ এবং বোবা ছিল। যীশু তাকে ভাল করলেন।
23 তাতে লোকটি কথা বলতে লাগল ও দেখতে পেল। তখন সব লোকেরা আশ্চর্য হয়ে বলল, “ইনি কি দায়ূদের সেই বংশধর?”
24 ফরীশীরা এই কথা শুনে বললেন, “ও তো কেবল মন্দ আত্মাদের রাজা বেল্সবূলের সাহায্যে মন্দ আত্মা ছাড়ায়।”