6 যারা মনে-প্রাণে ঈশ্বরের ইচ্ছামত চলতে চায় তারা ধন্য,কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে।
7 দয়ালু যারা তারা ধন্য,কারণ তারা দয়া পাবে।
8 যাদের অন্তর খাঁটি তারা ধন্য,কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে।
9 লোকদের জীবনে শান্তি আনবার জন্যযারা পরিশ্রম করে তারা ধন্য,কারণ ঈশ্বর তাদের নিজের সন্তান বলে ডাকবেন।
10 ঈশ্বরের ইচ্ছামত চলতে গিয়েযারা অত্যাচার সহ্য করে তারা ধন্য,কারণ স্বর্গ-রাজ্য তাদেরই।
11 “তোমরা ধন্য, যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে।
12 তোমরা আনন্দ কোরো ও খুশী হোয়ো, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন লোকে তাঁদেরও এইভাবে অত্যাচার করত।