12 যে প্রতিবেশীকে তুচ্ছ করে, সে বুদ্ধিবিহীন;কিন্তু বুদ্ধিমান নীরব হয়ে থাকে।
13 রটনাকারী গুপ্ত কথা ব্যক্ত করে;কিন্তু যে রূহে বিশ্বস্ত, সে কথা গোপন করে।
14 সুমন্ত্রণার অভাবে জাতি হেরে যায়;কিন্তু অনেক মন্ত্রির দরুন জয় নিশ্চিত হয়।
15 যে অপরের জামিন হয়, সে নিশ্চয়ই কষ্ট পায়;কিন্তু যে জামিন হতে অস্বীকার করে, সে নিরাপদ।
16 দয়ালু স্ত্রী সম্মান ধরে রাখে,আর দুর্দান্তেরা ধন ধরে রাখে।
17 দয়ালু নিজের প্রাণের উপকার করে;কিন্তু নির্দয় নিজের দেহের কাঁটা স্বরূপ।
18 দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে;কিন্তু যে ধার্মিকতার বীজ বোনে, সে সত্য বেতন পায়।