22 যেমন শূকরের নাসিকায় সোনার নথ,তেমনি সুবিচার-ত্যাগিনী সুন্দরী স্ত্রী।
23 ধার্মিকদের মনোবাঞ্ছা কেবল উত্তম,দুষ্টদের প্রত্যাশার বদলে গজব নেমে আসে।
24 কেউ কেউ বিতরণ করে আরও বৃদ্ধি পায়;কেউ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করে কেবল অভাবে পড়ে।
25 দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়,পানি-সেচনকারী নিজেও পানিতে সিক্ত হয়।
26 যে শস্য আটক করে রাখে, লোকে তাকে বদদোয়া দেয়;কিন্তু যে শস্য বিক্রি করে, তার মাথায় দোয়া বর্ষিত হয়।
27 যে সযত্নে মঙ্গল চেষ্টা করে, সে প্রীতির খোঁজ করে;কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায়, তারই প্রতি তা ঘটে।
28 যে নিজের ধনে নির্ভর করে তার পতন হবে;কিন্তু ধার্মিকরা সতেজ তরুশাখার মত প্রফুল্ল হয়।