13 হাসবার সময়েও মনোদুঃখ হতে পারে,আর আনন্দের পরিণাম খেদ হতে পারে।
14 যে অন্তর বিপথগামী, সে নিজের আচরণের পূর্ণ ফল পায়;কিন্তু সৎ লোক নিজের থেকে তৃপ্ত হয়।
15 যে অবোধ, সে সকল কথায় বিশ্বাস করে,কিন্তু সতর্ক লোক নিজের পদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে।
16 জ্ঞানবান ভয় করে মন্দ থেকে সরে যায়;কিন্তু হীনবুদ্ধি অসতর্ক ও দুঃসাহসী।
17 যে শীঘ্র ক্রুদ্ধ হয়, সে অজ্ঞানের কাজ করে,আর কু-কল্পনাকারী ঘৃণার পাত্র হয়।
18 অবোধদের পুরস্কার অজ্ঞানতা;কিন্তু সতর্ক লোকেরা জ্ঞানমুকুটে বিভূষিত হয়।
19 দুর্বৃত্তেরা সুজনদের সম্মুখে,আর দুষ্টেরা ধার্মিকের দ্বারে প্রণত হয়।