18 যে ব্যক্তি ক্রোধী, সে অপরকে বিবাদে উত্তেজিত করে;কিন্তু যে ক্রোধে ধীর, সে ঝগড়া ক্ষান্ত করে।
19 অলসের পথ কাঁটার বেড়ার মত;কিন্তু সরলদের পথ রাজপথ।
20 জ্ঞানবান পুত্র পিতার আনন্দ জন্মায়;কিন্তু হীনবুদ্ধি লোক মাতাকে তুচ্ছ করে।
21 নির্বোধ অজ্ঞানতায় আনন্দ করে,কিন্তু বুদ্ধিমান লোক সরল পথে চলে।
22 মন্ত্রণার অভাবে সমস্ত সঙ্কল্প ব্যর্থ হয়;কিন্তু অনেক মন্ত্রীর দরুন সেসব সুস্থির হয়।
23 মানুষ তার মুখের উত্তরে আনন্দ পায়;আর ঠিক সময়ে বলা কথা কেমন উত্তম।
24 বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী,যেন সে অধঃস্থিত পাতাল থেকে সরে যায়।