10 বাদশাহ্র ওষ্ঠে অনুপ্রাণিত বিচারাজ্ঞা থাকে,বিচারে তাঁর মুখ গুনাহ্ করবে না।
11 খাঁটি বাটখারা ও দাঁড়িপাল্লা মাবুদেরই;থলের বাটখারাগুলো তাঁর কৃত বস্তু।
12 দুষ্ট আচরণ বাদশাহ্দের ঘৃণাস্পদ;কারণ ধার্মিকতায় সিংহাসন স্থির থাকে।
13 সত্যবাদী ওষ্ঠাধর বাদশাহ্দের প্রিয়,তাঁরা ন্যায়বাদীকে ভালবাসেন।
14 বাদশাহ্র ক্রোধ মৃত্যুর দূতদের মত;কিন্তু জ্ঞানবান লোক তা শান্ত করে।
15 বাদশাহ্র মুখের আলোতে জীবন,তাঁর অনুগ্রহ অন্তিম বর্ষার মেঘ।
16 সোনার চেয়ে প্রজ্ঞা লাভ কেমন উত্তম;রূপার চেয়ে বিবেচনা লাভ করা কত পছন্দনীয়!