29 কে হায় হায় বলে? কে হাহাকার করে?কে ঝগড়া করে? কে মাতম করে?কে অকারণ আঘাত পায়?কার চোখ লাল হয়?
30 যারা আঙ্গুর-রসের কাছে বহুকাল থাকে,যারা সুরার সন্ধানে যায়।
31 আঙ্গুর-রসের প্রতি দৃষ্টিপাত করো না,যদিও সেটি লাল রংয়ের,যদিও সেটি পাত্রে চক্মক্ করে,যদিও সেটি সহজে গলায় নেমে যায়;
32 অবশেষে সেটি সাপের মত কামড়ায়,বিষধরের মত দংশন করে।
33 তোমার চোখ জেনাকারী স্ত্রীদেরকে দেখবে,তোমার অন্তর কুটিল কথা বলবে;
34 তুমি তার মত হবে,যে সমুদ্রের মধ্যস্থলে শয়ন করে,যে মাস্তুলের উপরে শয়ন করে।
35 তুমি বলবে, লোকে আমাকে মেরেছে,কিন্তু আমি ব্যথা পাই নি;তারা আমাকে প্রহার করেছে,কিন্তু আমি টের পাই নেই।আমি কখন জাগ্রত হব?আবার পানীয়ের খোঁজ করবো।