30 অকারণে কোন ব্যক্তির সঙ্গে বিরোধ করো না,যদি সে তোমার অপকার না করে থাকে।
31 জুলুমবাজের প্রতি ঈর্ষা করো না,আর তার কোন পথ মনোনীত করো না;
32 কেননা যে ব্যক্তি খল সে মাবুদের ঘৃণার পাত্র;কিন্তু সরলদের সঙ্গে তাঁর ঘনিষ্টতা আছে।
33 দুষ্টের বাড়িতে মাবুদের বদদোয়া বর্ষিত হয়,কিন্তু তিনি ধার্মিকদের নিবাসকে দোয়া করেন।
34 নিশ্চয়ই তিনি নিন্দুকদের নিন্দা করেন,কিন্তু নম্রদেরকে রহমত প্রদান করেন,
35 জ্ঞানবানেরা সম্মানের অধিকারী হবে,কিন্তু অপমানই হীনবুদ্ধিদের পরিণাম।