13 কারণ ইস্রায়েলীয়দের সব প্রথম ছেলেই আমার। মিসর দেশের প্রথম ছেলেদের মেরে ফেলবার সময় আমি ইস্রায়েলীয়দের মধ্যেকার প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আমার জন্য আলাদা করে রেখেছি- সে মানুষের হোক বা পশুর হোক। তারা আমার; আমি সদাপ্রভু।”
14 সিনাই মরু-এলাকায় সদাপ্রভু মোশিকে বললেন,
15 “তুমি পরিবার ও বংশ অনুসারে লেবীয়দের সংখ্যা গণনা কর। এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনা কর।”
16 সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি লেবীয়দের গণনা করলেন।
17 লেবির ছেলেদের নাম ছিল গের্শোন, কহাৎ ও মরারি।
18 গের্শোনের ছেলে লিব্নি ও শিমিয়ি ছিলেন দু’টি বংশের পিতা।
19 কহাতের ছেলে অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল ছিলেন চারটি বংশের পিতা।