গণনাপুস্তক 17 SBCL

হারোণের লাঠিতে ফুল

1 পরে সদাপ্রভু মোশিকে বললেন,

2 “তুমি ইস্রায়েলীয়দের কাছে গিয়ে বল যেন তারা তাদের পূর্বপুরুষদের গোষ্ঠী অনুসারে প্রত্যেক গোষ্ঠীর নেতার কাছ থেকে একটা করে মোট বারোটা লাঠি তোমাকে দেয়। নেতাদের প্রত্যেকের নাম তুমি তার লাঠির উপর লিখবে।

3 লেবি-গোষ্ঠীর লাঠিতে লিখবে হারোণের নাম, কারণ পূর্বপুরুষদের গোষ্ঠী অনুসারে প্রত্যেক গোষ্ঠীর নেতার জন্য একটা করেই লাঠি থাকবে।

4 মিলন-তাম্বুর মধ্যে সাক্ষ্য-সিন্দুকের সামনে যেখানে তোমাদের সংগে আমার দেখা হয় সেখানে লাঠিগুলো রাখবে।

5 আমার বেছে নেওয়া লোকের লাঠির গায়ে অংকুর দেখা দেবে। এইভাবে তোমাদের বিরুদ্ধে ইস্রায়েলীয়দের অনবরত বক্‌বক করবার হাত থেকে আমি রেহাই পাব।”

6 কাজেই মোশি সব কথা ইস্রায়েলীয়দের জানালেন, আর পূর্বপুরুষদের গোষ্ঠী অনুসারে তাদের প্রত্যেক গোষ্ঠী-নেতা তাঁকে একটা করে মোট বারোটা লাঠি দিলেন। সেই লাঠিগুলোর মধ্যে হারোণের লাঠিও ছিল।

7 মোশি সেই লাঠিগুলো নিয়ে সাক্ষ্য-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সামনে রাখলেন।

8 পরের দিন মোশি সাক্ষ্য-তাম্বুতে ঢুকে দেখলেন, লেবি-গোষ্ঠীর পক্ষে রাখা হারোণের লাঠির গায়ে কেবল যে অংকুর দেখা দিয়েছে তা নয় তাতে কুঁড়ি হয়ে, ফুল ফুটে বাদামও ধরেছে।

9 মোশি তখন সদাপ্রভুর সামনে থেকে সমস্ত লাঠি বের করে এনে ইস্রায়েলীয়দের সামনে রাখলেন। তারা সেই লাঠিগুলো দেখল, আর নেতারা প্রত্যেকে নিজের নিজের লাঠি তুলে নিলেন।

10 এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “বিদ্রোহকারীদের কাছে একটা স্মরণচিহ্ন হয়ে থাকবার জন্য তুমি হারোণের লাঠিটা আবার সাক্ষ্য-সিন্দুকের সামনে রেখে দাও। এতে তুমি আমার বিরুদ্ধে তাদের বক্‌বক করা থামিয়ে দিতে পারবে, যার ফলে তারা আর মারা পড়বে না।”

11 সদাপ্রভু মোশিকে যে আদেশ দিলেন তিনি ঠিক তা-ই করলেন।

12 এই সব দেখে ইস্রায়েলীয়েরা মোশিকে বলল, “আমরা মরে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, সবাই ধ্বংস হয়ে গেলাম!

13 কেউ যদি সদাপ্রভুর আবাস-তাম্বুর কাছে যায় তবে সে মারা পড়বে; তাহলে আমরা কি সবাই মারা পড়ব?”

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36