12 “তোমাদের পিতা-মাতাকে সম্মান করে চলবে। তাতে তোমাদের মাবুদ আল্লাহ্র দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে।
13 “খুন কোরো না।
14 “জেনা কোরো না।
15 “চুরি কোরো না।
16 “কারও বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।
17 “অন্যের ঘর-দুয়ার, স্ত্রী, গোলাম ও বাঁদী, গরু-গাধা কিংবা আর কিছুর উপর লোভ কোরো না।”
18 বনি-ইসরাইলরা যখন বিদ্যুৎ চম্কাতে এবং পাহাড় থেকে ধুমা উঠতে দেখল আর মেঘের গর্জন ও শিংগার আওয়াজ শুনল তখন তারা দূরে দাঁড়িয়ে কাঁপতে লাগল।