19 তারা মূসাকে বলল, “আপনি আমাদের সংগে কথা বলুন, আমরা শুনব; কিন্তু আল্লাহ্ যদি আমাদের সংগে কথা বলেন তবে আমরা মারা পড়ব।”
20 তখন মূসা লোকদের বললেন, “তোমরা ভয় কোরো না। আল্লাহ্ তোমাদের পরীক্ষার মধ্যে ফেলেছেন যাতে তোমাদের মনে ভয়ের ভাব থাকে এবং তার ফলে তোমরা গুনাহ্ না কর। সেইজন্যই তিনি এসেছেন।”
21 লোকেরা দূরে দাঁড়িয়ে রইল আর মূসা আল্লাহ্র কাছে সেই ঘন মেঘের দিকে এগিয়ে গেলেন।
22 মাবুদ মূসাকে বললেন, “তুমি বনি-ইসরাইলদের এই কথা বল, ‘আমি মাবুদ বেহেশত থেকে যে তোমাদের সংগে কথা বলেছি তা তোমরা নিজের চোখে দেখেছ।
23 তাই এবাদতের জন্য তোমরা কোন কিছু তৈরী করে আমার সংগে দাঁড় করাবে না। সোনা বা রূপা দিয়ে নিজেদের জন্য কোন দেব-দেবীও তৈরী করবে না।
24 তোমরা মাটি দিয়ে আমার জন্য একটা কোরবানগাহ্ তৈরী করবে, আর তার উপর তোমাদের পোড়ানো-কোরবানী এবং যোগাযোগ-কোরবানীর গরু-ছাগল-ভেড়া কোরবানী দেবে। যে সব জায়গায় আমি আমার নাম স্মরণ করিয়ে দেবার ব্যবস্থা করব সেই সব জায়গায় আমি উপস্থিত হয়ে তোমাদের দোয়া করব।
25 পাথর দিয়ে আমার জন্য কোন কোরবানগাহ্ তৈরী করতে গিয়ে সেই পাথরগুলো কাটবে না। তার উপর যন্ত্রপাতি ব্যবহার করলে তোমরা তা নাপাক করে ফেলবে।