1 মাবুদ মূসাকে বললেন,
2 “বনি-ইসরাইলদের বল যেন তারা আমার জন্য দান নিয়ে আসে। নিজের ইচ্ছায় যারা তা আনবে তুমি তাদের কাছ থেকে তা বুঝে নেবে।
3 তারা যেন এই সব দান আনে: সোনা, রূপা ও ব্রোঞ্জ;
4 নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতা; ছাগলের লোম;
5 লাল রং-করা ভেড়ার চামড়া এবং শুশুকের চামড়া; বাব্লা কাঠ;
6 আলো জ্বালাবার জন্য জলপাইয়ের তেল; অভিষেক-তেল ও খোশবু ধূপের জন্য মসলা;
7 এফোদ ও বুক-ঢাকনের উপরে বসাবার জন্য বৈদূর্যমণি এবং অন্যান্য দামী পাথর।