হিজরত 34:8-9 MBCL

8-9 এই কথা শুনে মূসা তখনই তাঁকে সেজদা করে বললেন, “হে দীন-দুনিয়ার মালিক, আমার উপর যদি তোমার রহমত থেকে থাকে তবে তুমি আমাদের সংগে চল। যদিও এই লোকেরা একগুঁয়ে তবুও তুমি আমাদের অন্যায় আর গুনাহ্‌ মাফ করে তোমার নিজের বলেই আমাদের কবুল কর।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 34

প্রেক্ষাপটে হিজরত 34:8-9 দেখুন