1 এর পর মাবুদ মূসাকে বললেন,
2 “বছরের প্রথম মাসের প্রথম দিনে তুমি আবাস-তাম্বুটা, অর্থাৎ মিলন-তাম্বুটা দাঁড় করাবে।
3 তার মধ্যে সাক্ষ্য-সিন্দুকটা রেখে তার পর্দা দিয়ে সেটা আড়াল করে দেবে।
4 টেবিলটাও ভিতরে এনে তার উপর যা রাখবার তা সাজিয়ে রাখবে। পরে বাতিদানটা এনে বাতিগুলো জ্বালিয়ে দেবে।
5 সাক্ষ্য-সিন্দুকের সামনে সোনার ধূপগাহ্টা রাখবে এবং আবাস-তাম্বুর দরজায় পর্দা টাংগাবে।
6 আবাস-তাম্বুর, অর্থাৎ মিলন-তাম্বুর দরজার সামনে পোড়ানো-কোরবানগাহ্টা রাখবে।