4 অবোধদেরকে চতুরতা প্রদান করা যায়,যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা পায়।
5 জ্ঞানবান শুনবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাবে,বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করবে;
6 এর দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়,জ্ঞানবানদের কথা ও তাদের সমস্যা বোঝা যায়।
7 মাবুদের ভয় জ্ঞানের আরম্ভ;অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।
8 বৎস, তুমি তোমার পিতার উপদেশ শোন,তোমার মাতার ব্যবস্থা ছেড়ো না।
9 কারণ তারা উভয়ে তোমার মাথার সৌন্দর্যস্বরূপ,ও তোমার গলার হারস্বরূপ হবে।
10 বৎস, যদি গুনাহ্গারেরা তোমাকে প্রলোভন দেখায়,তুমি সম্মত হয়ো না।